News:

“শিক্ষিত নারী সমৃদ্ধ জাতি” - এই মূলমন্ত্রকে ধারণ করে এগিয়ে চলছে জাহাঙ্গীরনগর সোসাইটি গার্লস কলেজ শিক্ষা কার্যক্রম। ছাত্র-ছাত্রীদের যথার্থ শিক্ষায় শিক্ষিত করে উন্নত ক্যারিয়ার গঠনের পাশাপাশি মন ও মননের উন্নতি ও বিকাশ সাধন করার মধ্য দিয়ে ‘আলোকিত মানুষ’ গঠনের এক সুমহান লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে “জাহাঙ্গীরনগর সোসাইটি গার্লস কলেজ”

শিক্ষা মানুষের মৌলিক অধিকার। অশিক্ষিত মানুষ সমাজের বােঝা। শিক্ষার আলাে সাভারের বুকে ছড়িয়ে দিতেই প্রতিষ্ঠা লাভ করেছে ‘জাহাঙ্গীরনগর সােসাইটি ল্যাবরেটরি স্কুল। প্রতিষ্ঠানটি শিশু শ্রেণি থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত মানুষ গড়ার কারখানা হিসেবে কাজ করবে। বিদ্যালয় শিক্ষার্থীদের আচরণ শেখায়, তাদেরকে সামাজিক মানুষ হিসেবে গড়ে তােলে এবং ভবিষ্যত জীবনের জন্য প্রস্তুত করে। একজন মানুষের নৈতিক ভিত্তি গড়ার ক্ষেত্রে পরিবারের। পাশাপাশি বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। আমাদের প্রত্যাশা এ প্রতিষ্ঠান সমাজে আদর্শ মানুষ উপহার দেবে যারা এদেশকে এগিয়ে নিয়ে যাবে বিশ্বের দরবারে বাংলাদেশের পরিচয় তুলে ধরতে থাকবে বদ্ধপরিকর।

সুবিশাল মাঠ, প্রশস্ত শ্রেণিকক্ষ, যুগোপযোগী ও বিজ্ঞান সম্মত পাঠ্যসূচি, একদল দক্ষ ও উদ্যমী শিক্ষকসহ মানসম্মত স্কুলের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ স্বতঃ প্রণোদিত হয়ে তাঁদের মূল্যবান পরামর্শ ও অভিমত পেশ করে স্কুলের সামগ্রিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের সবার আন্তরিক সহযোগিতার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি।

ঢাকা-আরিচা রােডের সাভার রেডিও কলােনি বাসস্ট্যান্ড এর পশ্চিম পাশে অবস্থিত জাহাঙ্গীরনগর সােসাইটি ল্যাবরেটরি স্কুল। বিদ্যালয়টি সাভারের ছাত্রছাত্রী, অভিভাবক ও সুধীজনের কাছে ইতােমধ্যে পরিচিতি লাভ করছে। পরম করুণাময় আল্লাহুর অশেষ মেহেরবানীতে এ প্রতিষ্ঠান উত্তরােত্তর সাফল্যের দিকে। এগিয়ে যাবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্মানিত অভিভাবকসহ সকলের সহযােগিতায় ‘জাহাঙ্গীরনগর সােসাইটি ল্যাবরেটরি স্কুল’ একদিন বিশ্বমানের আদর্শ শিক্ষায়তন হিসেবে স্বীকৃতি লাভে সক্ষম হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হউন।


মােঃ সােহেল রানা।
অধ্যক্ষ ভারপ্রাপ্ত
জাহাঙ্গীরনগর সোসাইটি গার্লস কলেজ